
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২০, ৩:৫৩
পুরুষ ও নারীদের ঘরোয়া লিগ ছাড়াও আছে অন্তর্জাতিক ব্যস্ততা। আছে বিশ্বকাপ বাছাই ও সাফ ২০১৯ এর মতোই ২০২০ সালেও মাঠে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ফুটবল দল। পুরুষ ও নারীদের ঘরোয়া লিগ ছাড়াও আছে অন্তর্জাতিক ব্যস্ততা। আছে বিশ্বকাপ বাছাই ও সাফ ২০১৯ এর মতোই ২০২০ সালেও মাঠে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ফুটবল দল।
পুরুষ ও নারীদের ঘরোয়া লিগ ছাড়াও আছে অন্তর্জাতিক ব্যস্ততা। আছে বিশ্বকাপ বাছাই ও সাফ চ্যাম্পিয়নশিপ। তবে বছর শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ দিয়ে। এপ্রিলে বসবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ। এর পর হবে সাফের বয়সভিত্তিক একাদিক টুর্নামেন্ট।
ফুটবলের উত্থানের গল্পে ২০১৮ সালটা স্বর্ণক্ষরে লেখা থাকবে বাংলার লাল-সবুজদের জন্য। লেখা থাকবে জামাল+সাদ'দের ঘুরে দাঁড়ানোর সংকল্প, যা আগ্রহী করেছে দেশের ফুটবল প্রেমিদের এবং ফুটবল নিয়ে নাক সিটকানো লোকটিকেও। তবে সে পালে জোর হাওয়া লাগানো বছর হতে পারে এই ২০২০।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী কাউন্ট ডাউন শুরক হবে ১০ জানুয়ারি থেকে। ১৫ থেকে ২৫ জানুয়ারি, ৬ দলের অংশগ্রহণে মাঠে বসবে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসর।জানুয়ারি শেষে মাঠে গড়ানোর কথা প্রিমিয়ার লিগ ফুটবলের ১২তম আসর।
বিপিএল শুরর তারিখ নিয়ে শংকা থাকলেও ৬ বছর বাদে ৩১ জানুয়ারি ৫ দল নিয়ে আবারো মাঠে ফিরছে নারী ফুটবল লিগ। ৫ ফেব্রুয়ারি এএফসি কাপের কোয়ালিফাই রাউন্ডে ঢাকা আবাহনী প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়ারা ফিরতি লোগ ১২ ফেব্রুয়ারি।
১১ই মার্চ এএফসি কাপের নিজেদের ১ম ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ২৬ এবং ৩১ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় দলের দুই প্রতিপক্ষ হলো আফগানিস্তান ও কাতার। এপ্রিলে বসবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ২য় আসর। মে মাসে নারী দলকে টায়ার ওয়ানের ২য় ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে বাফুফের।

৪ জুন ঘরের মাঠে হবে বিশ্বকাপ বাছাই। এতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ৯ জন নিজেদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ওমান। ভেন্যু চূড়ান্ত না হলেও নারী এবং পুরুষ দুই ক্যাটাগরির সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের আসর বসবে আগষ্টে। ৭ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকায় বসবে সিনিয়র সাফের ১৩তম আসর। অক্টোবরে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ।
এছাড়াও বিশ্বকাপ বাছাইয়ে পারফর্মেন্সের ভিত্তিতে এএফসি এশিয়ান কাপ কিংবা এএফসি সালডারটি কাপে এবছর খেলতে হতে পারে বাংলাদেশকে। এর বাইরেও সমঝোতার ভিত্তিতে বাফুফে চাইলে আয়োজন করতে পারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচও।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব