
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১৭:৩৩

গত এক যুগ ধরে বিশ্ব ফুটবলের সেরা তারকা কে?- এমন প্রশ্ন করা হলে কেউ হয়তো শীর্ষে রাখবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে, কেউবা আবার বলবে লিওনেল মেসির কথা। তবে সবাই একবাক্যে মেনে নেবে বর্তমান ফুটবল বিশ্বে এ দুই তারকার রাজত্বের কথা। ক্লাব ফুটবলের যতো ব্যক্তিগত কিংবা দলীয় শিরোপা রয়েছে, তার সবগুলোই গত ১০-১২ বছরে নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন মেসি ও রোনালদো। সারাবিশ্বের ফুটবল ভক্তরা যখন এ দুইজনের নাম ধরে দুই মেরুতে বিভক্ত, তখন ঠিকই নিজেদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার আদানপ্রদান করে যান মেসি-রোনালদো।
যার প্রমাণ আরও একবার মিললো আর্জেন্টাইন রেডিও চ্যানেলকে দেয়া মেসির এক সাক্ষাৎকারে। যেখানে তিনি বর্তমান বিশ্বের সেরা ফুটবলারের প্রশ্নে রোনালদোকে জায়গা দিয়েছেন অন্য সবার শীর্ষে, ঠিক নিজের পাশেই। বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা মেসি বলেন, ‘বর্তমান অনেক ভালো খেলোয়াড় আছে। নেইমার, কাইলিয়ান এমবাপে, লুইস সুয়ারেজ, এডেন হ্যাজার্ড, সার্জিও আগুয়েরো- তারা সবাই বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তবে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে এ তালিকার বাইরে রাখবো, আমার সঙ্গে।’ এসময় আলাপচারিতার ফাঁকে রোনালদো জানিয়ে দেন লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেয়ায় স্পেনে রোনালদোকে মিস করেন মেসি। তার সঙ্গে চলা প্রতিযোগিতাও উপভোগ করতেন আর্জেন্টাইন তারকা।

ইনিউজ ৭১/এম.আর