জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও এ্যামপোল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে বিজিবির ২০ ব্যাটালিয়নের সদস্যরা ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্তে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এই অভিযানে ৮৬৮ বোতল ফেনসিডিল ও ৯৮০ পিস এ্যামপোল উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। বিজিবি জানায়, মাদক চোরাকারবারীরা সীমান্তের দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে মাদকগুলো সীমান্তের মেইন পিলার ২৮১ এর ৫ সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিল।
হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোঃ আলাউদ্দিন জানান, বিজিবির টহল দল মাদক চোরাকারবারীদের ধাওয়া দিলে তারা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মাদকদ্রব্যগুলো উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে মাদকদ্রব্যের চোরাচালান রোধে তারা সর্বদা সতর্ক এবং প্রয়োজনে এই ধরনের অভিযান চালানো হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।