ঐকমত্য সৃষ্টি করলেই নির্বাচন সম্ভব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন
ঐকমত্য সৃষ্টি করলেই নির্বাচন সম্ভব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার আহ্বান জানিয়ে বলেছেন, ঐকমত্য সৃষ্টি করলেই নির্বাচন সম্ভব। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত হিসেবে বিচার ও সংস্কারের দাবি রাখছে এনসিপি।


১০ মার্চ, সোমবার, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে নাহিদ ইসলাম বলেন, “রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনি যদি নির্বাচনের জন্য এতটাই তাড়াহুড়া করেন, তাহলে বিচার ও সংস্কারের বিষয়েও তাদের জবাবদিহি করতে হবে।” তিনি আরও বলেন, সরকারকে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে জনগণ ন্যায়বিচার এবং সংস্কারের ব্যাপারে আরও অব্যক্ত হতাশা প্রকাশ করবে।


নাহিদ ইসলাম সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, তারা দ্রুত একটি বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করবে, যাতে জনগণ নিশ্চিত হতে পারে কবে এবং কীভাবে তারা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। তিনি বলেন, “আমরা নির্বাচন না করার জন্য নয়, তবে নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক সংস্কার, বিচার ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি চাই।”


এনসিপি নেতা আরও বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল আওয়ামী লীগের শাসন থেকে দেশকে মুক্ত করা এবং ফ্যাসিস্ট সংবিধানকে অকার্যকর ঘোষণা করা। তিনি বলেন, “এই আন্দোলন দেশের মানুষের মধ্য থেকে ঐকমত্য তৈরি করেছে, যার ফলে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না।”


তিনি দাবি করেন, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে, তার দ্রুত বিচার হতে হবে। তিনি বলেন, “যদি এসব বিচার না করা হয় এবং অন্য কোন দল নির্বাচনে জয়ী হয়, তাহলে তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না?”


এনসিপি প্রধান আরও বলেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত, তবে তাদের দাবি হল গণপরিষদ নির্বাচন। তিনি জানান, এ বিষয়ে দলটির দ্রুত রাজপথে নামার পরিকল্পনা রয়েছে।