ডলারের সংকট অব্যাহত, রিজার্ভ নেমেছে দুই বিলিয়নের নিচে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২:৩৩

শেয়ার করুনঃ
ডলারের সংকট অব্যাহত, রিজার্ভ নেমেছে দুই বিলিয়নের নিচে

দেশে ডলারের সংকট কাটেনি, ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও দুই বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২২ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৫ দশমিক ২২১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে এই হিসাব অনুযায়ী রিজার্ভ এখন ২০ বিলিয়নের নিচে, অর্থাৎ ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। 

গত ১৫ জানুয়ারি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ১৩ বিলিয়ন ডলার। মাত্র ছয় দিনের ব্যবধানে এটি ২০ কোটি ডলার কমে গেছে। তবে প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব যা ব্যয়যোগ্য, তা বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভ প্রায় ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার আমদানি খরচ বিবেচনায় এই রিজার্ভ দিয়ে মাত্র তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। একটি দেশের জন্য ন্যূনতম তিন মাসের আমদানির সমান রিজার্ভ থাকা জরুরি।

গত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবহারযোগ্য রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। তখন বৈদেশিক ঋণ ও বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করা হয়। তবে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছেন এবং বিকল্প সোর্স থেকে ডলার সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু পূর্ববর্তী ঋণের দায় পরিশোধ করতে গিয়ে রিজার্ভ আবারও হ্রাস পেয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

চলতি বছরের শুরুতে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশের রিজার্ভের আরেকটি হিসাব হলো ব্যয়যোগ্য রিজার্ভ, যা আইএমএফের এসডিআর, আকুর বিল, এবং ব্যাংকের বৈদেশিক মুদ্রার ক্লিয়ারিং হিসাব বাদ দিয়ে নির্ধারিত হয়। বাংলাদেশ ব্যাংক এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। 

বিশেষজ্ঞদের মতে, ডলারের সংকট কাটাতে আমদানি ব্যয় কমানো এবং রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি ছাড়া এই সংকট সহজে সমাধান হবে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত, শেয়ার মূল্য শূন্য

পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত, শেয়ার মূল্য শূন্য

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএসই থেকে জারি করা নোটিশে জানানো হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন তাৎক্ষণিকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। ডিএসই জানায়, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ,

১১ নভেম্বর থেকে সরবরাহ বন্ধের হুমকি আদানির

১১ নভেম্বর থেকে সরবরাহ বন্ধের হুমকি আদানির

ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, আগামী ১০ নভেম্বরের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে থাকা ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ না করা হলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি ৩১ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান

খেলাপি ঋণে দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়ার আশঙ্কা

খেলাপি ঋণে দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়ার আশঙ্কা

বাংলাদেশের অর্থনীতি এখনো চাপের মুখে রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটি সুদের হারকে আরও বাজারভিত্তিক করার তাগিদ দিয়েছে। পাশাপাশি তারা জানায়, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখতে হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানায়, সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশে। আইএমএফ এই প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখলেও মনে করছে,

আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ দায়ের করল এস আলম

আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ দায়ের করল এস আলম

আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, বিদেশে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ উদ্ধারের জন্য সরকারের উদ্যোগে তার পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘শত শত কোটি টাকা’ ক্ষতির মুখে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সোমবার ওয়াশিংটনভিত্তিক বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (ICSID)-এ সালিশি আবেদন জমা দেওয়া হয়। আবেদনকারীরা অভিযোগ করেছেন, মুহাম্মদ

বাংলাদেশ-পাকিস্তান হালাল পণ্যে দ্বিপাক্ষিক স্বীকৃতি চুক্তি

বাংলাদেশ-পাকিস্তান হালাল পণ্যে দ্বিপাক্ষিক স্বীকৃতি চুক্তি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হালাল পণ্যের রপ্তানি সহজ করতে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের ৯ম বৈঠকের সময় এই চুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক চুক্তিতে নেতৃত্ব দেন। স্বাক্ষর করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা