নোয়াখালীতে ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে জেএসডির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই জানুয়ারী ২০২৫ ০৬:০৭ অপরাহ্ন
নোয়াখালীতে ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে জেএসডির বিক্ষোভ

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ফ্যামিলি কার্ড বাতিল, শতাধিক পণ্যে শুল্ক-কর আরোপ এবং টিসিবির ট্রাক সেল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয় এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে বসুরহাট জিরো পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া এবং সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারী। বক্তারা বর্তমান সরকারের নানা সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যামিলি কার্ড বাতিল এবং রেশন ব্যবস্থা বন্ধের ফলে দেশের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ বেড়েছে। তারা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান এবং অবিলম্বে শ্রমজীবী মানুষের জন্য রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালুর আহ্বান জানান।


বক্তাগণ বলেন, “শতাধিক পণ্যে শুল্ক-কর আরোপের ফলে দরিদ্র মানুষদের উপর নতুন ধরনের বোঝা চাপানো হয়েছে। এ ধরনের পদক্ষেপ দেশের সাধারণ জনগণের জন্য অগ্রহণযোগ্য।” তারা এই সিদ্ধান্তকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তারা সরকারের বিরুদ্ধে আরো কঠোর প্রতিবাদের হুঁশিয়ারি দেন।


মিছিলে অংশগ্রহণকারী জেএসডির নেতারা মুছারপুরে নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান। তারা বলেন, “মুছারপুর এলাকায় নদী ভাঙন অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”


বিক্ষোভ মিছিলের সময় জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারী একটি অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, মিছিলে অংশ নিতে আসা জেএসডির চারটি বাস বিএনপি কর্মীরা আটকে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি স্থানীয় নেতাদের কাছে বিচার দাবি করেন। 


সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, নোয়াখালী জেলা জেএসডির সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি মো. আলাউদ্দিন, কাজল হাজারী, সাধারণ সম্পাদক নূর রহমান, যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ আল মামুন, প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেল ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


এ সময় উপস্থিত বক্তারা জেএসডির রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেন এবং তারা সরকারের অযোগ্যতার বিরুদ্ধে সোচ্চার হতে জনসাধারণকে আহ্বান জানান। তারা বলেন, “দেশের মানুষের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের স্বার্থ রক্ষা করা, না যে নিজেদের স্বার্থে রাজনীতি করা।” 


জেএসডির নেতারা এদিন তাদের আন্দোলনের জোরালো পদক্ষেপ নিয়ে একতাবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন এবং বলেন, "যতদিন পর্যন্ত সরকার তাদের দাবি পূর্ণ না করবে, ততদিন পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।"


এদিকে, সমাবেশ শেষে জেএসডির নেতারা কোম্পানীগঞ্জ ও এর আশপাশের এলাকায় আরো বড় আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন। তারা আগামী দিনে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আরো বৃহত্তর কর্মসূচি পালনের পরিকল্পনা ঘোষণা করেন। 


নোয়াখালীর জেএসডির নেতারা বলেন, “এই আন্দোলন শুধু ফ্যামিলি কার্ড বাতিল বা শুল্ক-কর আরোপের বিরুদ্ধে নয়, এটি দেশের গণতন্ত্রের পক্ষে, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।”