পটুয়াখালীর বাউফল উপজেলার কানিজ ফাতেমা পপি অভিযোগ করেছেন, টাকা ধার দিয়ে তিনি নিজেই গরু চুরির মামলায় ফেঁসে গেছেন। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে পপি জানান, ২০২৪ সালের মার্চ মাসে দুমকি উপজেলার মো. কালাম গাজী গরু ও মাহিন্দ্রা কেনার জন্য তার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। জামানত হিসেবে একটি স্বাক্ষরিত চেক ও স্ট্যাম্প দেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিলে তিনি গত নভেম্বরে কালামের বাড়ি গিয়ে গরুগুলো দেখতে পান এবং টাকা ফেরতের দাবি করেন। কালাম তখন সময় চেয়ে নেন।
৯ জানুয়ারি কালাম গোপনে গরু বিক্রির চেষ্টা করলে পপি বাধা দেন এবং গরুগুলো নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে পুলিশ এসে গরু নিয়ে যায় এবং দুমকি থানায় দুই পক্ষকে নিয়ে আলোচনা করে। কিন্তু এর পরদিন কালামের ভাই আবু সালেহ পপির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ দায়ের করেন। পুলিশ পপি ও তার ছেলে তাসমীম ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়, যেখানে তারা জামিনে মুক্তি পান।
পপি অভিযোগ করেন, কালামের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে এবং তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এতে তাদের সামাজিক মর্যাদাহানি হয়েছে। তিনি সঠিক তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে পপির পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার বিচার প্রত্যাশা করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।