র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়নে যে উল্লেখযোগ্য সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই জানুয়ারী ২০২৫ ১২:০০ অপরাহ্ন
র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়নে যে উল্লেখযোগ্য সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন

পুলিশ সংস্কার কমিশন তাদের প্রস্তাবিত প্রতিবেদনে র‍্যাবের অতীত কার্যক্রম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে এই সংস্থার প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে। বুধবার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশন প্রস্তাব করেছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করা হোক।  


কমিশন আরও সুপারিশ করেছে, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের মধ্যে মানবাধিকার সুরক্ষার জন্য প্রত্যেক সংস্থার প্রধান কার্যালয়ে একটি মানবাধিকার সেল কার্যকর রাখা হোক। একইসঙ্গে নতুন একটি হেল্প লাইন চালু করার প্রস্তাব করেছে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তাৎক্ষণিকভাবে জানানো যাবে।  


গ্রেপ্তার, তল্লাশি ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশও প্রতিবেদনে রয়েছে। প্রতিটি থানায় স্বচ্ছ কাঁচের জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপনের প্রস্তাবও করা হয়েছে। থানাহাজত ও কোর্ট হাজতের পরিচ্ছন্নতা এবং মানবিক সেবা নিশ্চিত করার দিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।  


কমিশনের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নারী আসামিকে শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা বাধ্যতামূলক। পাশাপাশি তল্লাশি বা অভিযানের সময় পুলিশ কর্মকর্তারা সঠিক পরিচয় না দিলে জরুরি কল সার্ভিসের মাধ্যমে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো যাবে।  


অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য জিপিএস ট্র্যাকিং সিস্টেম এবং ভিডিও রেকর্ডিং ডিভাইস ব্যবহারের প্রস্তাব দিয়েছে কমিশন। বিশেষত রাতের বেলায় তল্লাশি চালানোর ক্ষেত্রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।  


মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেছে কমিশন। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দেওয়ার অপচর্চা বন্ধ করার ওপরও জোর দিয়েছে তারা। এছাড়া, বিচার প্রক্রিয়ায় চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করার সুপারিশ করা হয়েছে।  


পুলিশ সংস্কার কমিশনের এই প্রতিবেদনে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়েছে। সংস্থাটি মনে করে, এই পদক্ষেপগুলো কার্যকর হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে।