২০২৪ সালে সড়কে ঝরেছে ৬ হাজার ৪৪৪ প্রাণ: সেভ দ্য রোড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৬:৫৬ অপরাহ্ন
২০২৪ সালে সড়কে ঝরেছে ৬ হাজার ৪৪৪ প্রাণ: সেভ দ্য রোড

২০২৪ সালের জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সড়ক, নৌ, রেল ও আকাশপথে চরম নৈরাজ্য এবং আইন অমান্যের কারণে সারা দেশে ছোট-বড় ৩৮,৫৪০টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩৭,১১৩ জন এবং নিহত হয়েছেন ৬,৪৪৪ জন। এই তথ্য সেভ দ্য রোড-এর বার্ষিক প্রতিবেদন থেকে উঠে এসেছে।


সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ৩০ ডিসেম্বর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, সড়কে বাইক লেন না থাকা এবং দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেলের কারণে ১০,৯৮১টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ৯,৮৬৬ জন আহত এবং ১,৩০৩ জন নিহত হয়েছেন। ট্রাক দুর্ঘটনা ৮,৩১৩টি; এতে আহত ৬,৯৫০ এবং নিহত ১,৩১৬ জন। বাস দুর্ঘটনার সংখ্যা ৯,৪৩৯; এতে ৯,২৯১ জন আহত এবং ২,০২৮ জন নিহত হয়েছেন।


প্রতিবেদনে উঠে এসেছে, সড়ক-মহাসড়কে অবৈধ বাহনের কারণেও ৯,৮০৭টি দুর্ঘটনায় ১১,০২৪ জন আহত এবং ১,৭৯৭ জন নিহত হয়েছেন। এছাড়াও ডাকাতি ও অন্যান্য অপরাধের কারণে ১৫৫ জন আহত এবং ১ জন নিহত হয়েছেন। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম এবং প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী জানান, দায়িত্বে অবহেলা এবং ট্রাফিক আইনের প্রতি অসম্মানের কারণে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বেড়েছে।


নৌপথে ১,৭১১টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১,৪৫১ জন এবং নিহত ১১২ জন। রেলপথে ১,৮০৬টি দুর্ঘটনায় আহত ১,১৭৬ এবং নিহত ১২৪ জন।


সেভ দ্য রোড-এর ৭ দফা দাবির মধ্যে রয়েছে: ফুটপাত দখলমুক্ত করা, দুর্ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ নিশ্চিত করা, এবং ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ গঠন। প্রতিষ্ঠানটি ১৭ বছর ধরে সচেতনতা বৃদ্ধি ও গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে।


সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন বিশেষজ্ঞ মো. আনিছুর রহমান, এ্যাডভোকেট এএফএম ফরহাদসহ অন্যান্যরা।