ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ কফিন রেখে গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ১৭ই জুলাই ২০২৪ ০৭:৫৫ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ কফিন রেখে গায়েবানা জানাজা

কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে। বুধবার বিকাল ৪টায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।


এদিন নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজার জন্য দীর্ঘ সময় ধরে ভিসি চত্বরে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে।


এর আগে বিকাল সোয়া ৪টার দিকে তারা রাজু ভাস্কর্যের দিকেও অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের ওপর শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও পাল্টা রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে থাকে। পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীরা ফের ভিসির বাড়ির সামনের দিকে চলে যান।


প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরের একজন রয়েছেন।