কলাপাড়ায় ১২শ' কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৬শে জুন ২০২৪ ০৯:১৭ অপরাহ্ন
কলাপাড়ায় ১২শ' কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ২'শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন করেছে কৃষি বিভাগ। 


বুধবার দুপুরে ২০২৩-২৪ অর্থবছরের প্রনোদনা কর্মসূচির আওতায় পৌর শহরের কৃষি গুদামে বসে এসব চারা বিতরন করা হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান মোঃ সুজন মোল্লা।


বক্তারা বাড়ির আঙিনা সহ বিভিন্ন খোলা স্থানে চারাগুলো রোপন করে সঠিকভাবে পরিচর্যার অনুরোধ জানান।