ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ২৬শে জুন ২০২৪ ০৭:৫৬ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকলীগ নেতা নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া মুন্সিপাড়া এলাকার মৃত্যু আব্দুল জব্বারের ছেলে ও ভূরুঙ্গামারী উপজেলা কৃষকদলের সাংগাঠনিক সম্পাদক।


স্থানীয়রা জানান, বুধবার সকালে আবুল কালাম আজাদ উপজেলার আন্ধারীঝাড় বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে মারা যান।


ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমীন বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।