আর্জেন্টিনার দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ১৫ই জুন ২০২৪ ১২:০৮ অপরাহ্ন
আর্জেন্টিনার দাপুটে জয়

আগামী ২১ জুন পর্দা উঠছে কোপা আমেরিকার। লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে আর্জেন্টিনা। এর আগে, মহাদেশীয় শিরোপার লড়াইয়ের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।


শনিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফেড এক্সফিল্ডে গুয়াতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে আলবেসেলেস্তেরা। আকাশি-নীল শিবিরের হয়ে জোড়া গোল করেন আর্জেন্টিনার প্রাণভ্রমরা লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।


ম্যাচের শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের ভুলে আত্মঘাতী গোল হজম করে আর্জেন্টিনা। তবে ম্যাচের ১২তম মিনিটে বিশ্বচ্যাম্পিয়নদের সমতায় ফেরান লিওনেল মেসি। ভুলে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দেন গুয়েতেমালার গোলরক্ষক। সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মহাতারকা। দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান বল।


এরপর ম্যাচের ৩৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। বক্সের ভেতর কার্বোনিকে ফাউল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় গুয়েতেমালা। পেনাল্টি শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। এতে ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


দ্বিতীয়ার্ধেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্কালোনির শিষ্যরা। ম্যাচের ৬৮তম মিনিটে গুয়াতেমালা জাল খুঁজে নিয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করেন মার্টিনেজ। এই গোলে সহায়তা করেন মেসি।এরপর ম্যাচের ৭৭তম মিনিটে বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির গোলে বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।