কাল নেত্রকোনায় আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে জুলাই ২০২৩ ০৯:১০ অপরাহ্ন
কাল নেত্রকোনায় আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে আগামীকাল ২৮ জুলাই নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। 


এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা ফুটবল এসোসিয়েশন নেত্রকোনা। 


     মতবিনিময় সভায় সাবেক উপমন্ত্রী ফুটবলার আরিফ খান জয় প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে উদ্দেশ্য সম্পর্কে বলেন, ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং যুব সমাজকে খেলাধুলায় অনুপ্রাণিত করতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আশা করছি বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে এসে খেলাটি উপভোগ করবে।


তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজনকে খেলাধুলার বিকাশে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় স্টেডিয়াম মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ সফল করতে সাংবাদিক সহ সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,  আব্দুল কাদির, সাবেক জাতীয় দলের ফুটবলার অমিত খান শুভ্র, সাংবাদিক এম ফখরুল হক, আবাহনীর ফুটবলার পাপন সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ।