রক্ষণশীল কাতারে সমকামিতা মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত। মানবাধিকারের অনেক কিছুই ওখানে খর্ব করা হয়। তাই বলে থেমে নেই এলজিবিটি এবং নারী অধিকার কর্মীরা। গতকাল কাতার বিশ্বকাপে রংধুনু পতাকা ও স্লোগান সম্বলতি টি শার্ট পড়ে আকস্মিকভাবে মাঠে অনুপ্রবেশ করেন এক ব্যক্তি।
টি শার্টের পেছনে লেখা ছিল ‘ইরানী নারীদের প্রতি সম্মান’। kalerkantho
সোমবার রাতে পর্তুগাল ও উরুগুয়ের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচের দ্বিতীয়ার্ধে ওই ব্যক্তি মাঠে ঢুকে পড়েছিলেন। নিরাপত্তাকর্মীরা ধরে নিয়ে যাওয়ার আগে সেখানে তিনি আনুমানিক ৩০ সেকেন্ড অবস্থান করেন। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ইরানের তরুণী মাশা আমিনীকে হত্যার প্রতিবাদ দেখা যাচ্ছে বিশ্বকাপেও। ওই ব্যক্তিও একই প্রতিবাদ জানান। এছাড়া তার টি-শার্টের সামনে লেখা ছিল 'ইউক্রেনকে বাঁচাও’।
পরে জানা যায় ওই অনুপ্রবেশকারীর নাম মারিও ফেরি। তিনি ইতালির নাগরিক এবং সংবাদ সংস্থা এজিআই’র প্রতিনিধি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপসহ এর আগেও তিনি একই ধরনের প্রতিবাদ করেছেন। যেখানে তিনি দারিদ্র্যে জর্জরিত শিশুদের বিষয় উত্থাপন করেছিলেন। kalerkantho
বিষয়টি নিয়ে ম্যাচ শেষে পর্তুগাল তারকা রুবেন নেভেস বলেন, ‘বিশ্বকাপে কী ঘটেছে আমরা জানি। সুতরাং (মাঠে) এমনটা ঘটাই স্বাভাবিক। আমরা সবাই অবশ্যই তার (প্রতিবাদী ব্যক্তি) সঙ্গে আছি। ইরানের সঙ্গে, ইরানের নারীদের সঙ্গেও আছি। সুতরাং আমি আশা করি মাঠে প্রবেশকারীর কোনো সাজা হবে না। কারণ আমরা সবাই তার বার্তা বুঝতে পেরেছি। আমি মনে করি গোটা বিশ্বও এটি বুঝতে পেরেছে। ’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।