ঈদে সঙ্গীতানুষ্ঠানকে রীতিতে পরিণত করেছেন টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর।
এটিএন বাংলা সূত্রে জানা গেছে, বরাবরের মতো মৌলিক গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দৃশ্যায়নের জন্য বেছে নেওয়া হয়েছে চমৎকার কিছু লোকেশন।
ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। এবারের অনুষ্ঠানের শিরোনাম ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’। এটিএন বাংলায় প্রচার হবে ঈদের পরদিন রাত সাড়ে ১০টায়।