প্রকাশ: ১৪ মে ২০২০, ২১:৬
আয়ের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি টিকটকে নাচের মাস্টারক্লাস পরিচালনা করেছেন। এতে আগ্রহীরা যোগ দিয়ে নতুন ঢঙের নাচ শিখতে পেরেছেন। একইসঙ্গে তাদের সামনে তুলে ধরা হয়েছে মেদ ঝরানোর কৌশল।
অন্তর্জালে নাচের মাস্টারক্লাস করানোর কথা ইনস্টাগ্রামে ভক্তদের জানান উর্বশী। সেখানে তিনি জুম্বা, টাবাটা ও লাতিন নাচ শিখিয়েছেন। উর্বশীর এই মাস্টারক্লাসে এক কোটি ৮০ লাখ মানুষের সংযোগ ঘটে।