প্রায় আট মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর বিশেষ একটি ফ্লাইটে বুধবার ঢাকায় ফিরবেন দেশবরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোমিন বিশ্বাস বলেন, দাদা ফেরার জন্য ছটফট করছেন। তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো। আমি জানি কয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। সিঙ্গাপুরের বিশেষ ফ্লাইটে উনি দেশে ফিরছেন।