বিনোদন পাড়ায় অনেক গুঞ্জনই মাথাচাড়া দিয়ে উঠে। মাঝে মাঝে সেগুলো সত্য হয় আবার কখনোবা গুঞ্জনই রয়ে যায়। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কগুলো প্রথমে কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিলেও পরবর্তী সময়ে পরিণতি নিতে দেখা গেছে।
এমনই বেশ কিছু গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল ঢালিউড কিং শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ে ও সন্তানের কাহিনী। সে গল্প এখন পুরোনো। নতুন গল্প হচ্ছে, গুঞ্জন উঠেছে অপু বিশ্বাসের মতোই অন্তঃস্বত্ত্বা হয়ে পর্দার আড়ালে চলে গেছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তবে এমন গুঞ্জনের সত্যতা এখানো মেলেনি।
তবে গুঞ্জনের মধ্যেই গত ১৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন খবর প্রচার করে, অপু বিশ্বাসের পথে হাঁটছেন বুবলী। ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান। এদিকে ‘বীর’ সিনেমা মুক্তির আগে ঢাকা ক্লাবে আয়োজিত প্রেসমিটে আসেননি বুবলী। এ ঘটনার পর ওই গুঞ্জনের রেশটা আরো প্রকোট হয়ে ওঠে। এবার সেই গুঞ্জনের আগুনে ছাইচাপা দিলেন বুবলীর পরিবার।
বুবলীর পারিবারিক সূত্র জানায়- ইংল্যান্ড, আমেরিকা নয়, বর্তমানে ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন তিনি। ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কারোর সঙ্গেই যোগাযোগ রাখছেন না নায়িকা। তাকে নিয়ে মুখরোচক গুঞ্জনের কোনোই সত্যতা নেই।
যদিও বুবলী নিজেই ঘোষণা দিয়েছিলেন, ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষে লম্বা বিরতিতে যাবেন। তবে কেন বিরতিতে যাচ্ছেন তা স্পষ্ট করেননি। তবে বুবলী কি আসলেই অন্তঃসত্ত্বা কিনা বা অপু বিশ্বাসের মতোই কোনো ঘটনার আবারো পুনর্জন্ম হচ্ছে কিনা সেই প্রশ্নর উত্তর মিলবে সাকিবের হাত ধরেই নায়িকা বনে যাওয়া এই অভিনেত্রীর সন্ধান মিললেই।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।