
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৩

বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার কাপুর বাড়ি। পৃথিরাজ কাপুরকে দিয়ে শুরু এরপর কয়েক ডজন মানুষ সিনেমার সঙ্গে যুক্ত রয়েছে বংশ পরম্পরায়। সেই বাড়ির ছেলে বিয়ে বলে কথা। ধামাকা তো হবেই। কারিশমা থেকে কারিনা-রণবীররা সবাই হাজির ছিলেন ফুফাতো ভাই আরমান জৈনের বিয়েতে।

দেখুন শাহরুখের নাচ :
ইনিউজ ৭১/এম.আর