বলিউড সুপারস্টার আমির খান। তার প্রথম স্ত্রীর মেয়ে ইরা খান। তারকার মেয়ে হিসেবে নানা সময় আলোচনায় থাকেন তিনি। যেখানেই যান সেখানেই জমে যায় ভিড়। গায়ে পড়ে লোকে আগ্রহ দেখায়। তাই নিজেকে আড়ালে রাখেন। তবে সম্প্রতি নিজেই একটু খোলামেলা হয়ে গেলেন নিজের সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মিশাল কৃপলানী নামে এক যুবকের সঙ্গে তিনি প্রেম করছেন। তার সঙ্গেই কাটছে তার মধুর সময়গুলো। আর নিজেই মিশালের সঙ্গে একটি রোমান্টিক ভিডিও প্রকাশ করেছেন ইনস্ট্রাগ্রামে। সেটি ভাইরাল হতে সময় লাগেনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে ইরা লিখেছেন, ‘আমি শুধু তোমার সঙ্গে ডান্স করতে চাই..।’ ভিডিওতে ইরা ও মিশালকে বেশ ঘনিষ্ঠভাবে নৃত্যরত অবস্থায় দেখা গিয়েছে। সেখানে খোলামেলাও ছিলেন ইরা। তাদের নাচের ব্যাকগ্রাউন্ডে ইংরেজি গান আই ওয়ানা ডান্স উইথ ইউ শোনা গিয়েছে। বয়ফ্রেন্ড মিশালের সঙ্গে এ ধরনের ভিডিও ইরা এই প্রথম শেয়ার করলেন না। এর আগেও দুজনের ছবি ও ভিডিও সামনে এসেছে। তবে এসব নিয়ে আমির খান বা তার প্রাক্তন স্ত্রী রিনা দত্ত মুখ খুলেননি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।