When you are in character all the time

অন্তর্জাল দুনিয়ায় সানি লিওনের রয়েছে অগণিত ভক্ত। গোটা বিশ্বেই রয়েছে তাঁর অনুরাগী। এবার বিহারি ভাষায় কথা বলে নেট দুনিয়া কাঁপালেন। তাঁর কথায় হাসিই থামাতে পারছেন না নেটিজেনরা। সানি লিওন অন্তর্জাল তারকা। এই বলিউড সেলিব্রেটি সম্প্রতি ব্যস্ত ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে। ‘কোকা কোলা’ নামে একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। ছবিতে উত্তর প্রদেশের বিহারি ভাষায় সংলাপ রয়েছে। তাই বাস্তব জীবনেও ওই ভাষায় দক্ষতা আনার চেষ্টা করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন, সেখানে তাঁকে বিহারি ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে। গোলাপি জ্যাকেট পরা সানিকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়ে, কা বে, কাম কর, মুঝে ছোড়।’ সানিকে কখনো হিন্দি বলতেও শোনা যায়নি।
