তরুণ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী মাহতিম শাকিবের কণ্ঠে প্রকাশ পেলো ‘শিরোনামে তুই’ শিরোনামের গান ভিডিও। ওমর ফারুক বিশাল’র কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন নাবিদ সালেহীন নিলয়। ধীরে ধীরে অল্পে/টুকটাক লেখা গল্পে/সাবলীল শব্দে হাসিস শিরোনামে তুই/তোর নামে হয় জব্দ/যতো না প্রেম শব্দ/লুকিয়ে খোজা তোরে অনুভবে ছুই- এমন কথার গানটি ঈদ আয়োজনে ‘এভাবেও কি ফিরে আসা যায়’ নাটকে ব্যবহৃত হয়। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। গল্প, চিত্রনাট্যের পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এই গান প্রসঙ্গে নাবিদ সালেহীন নিলয় বলেন, মাহতিমকে চিন্তা করেই গানটি তৈরি করেছি। এটি কান পেতে শোনার গান। তবে নাটকের গল্পের সঙ্গে যথাযথভাবেই ব্যবহৃত হয়েছে গানটি। আর ব্যক্তিগতভাবে ‘শিরোনামে তুই’ আমার পছন্দের একটি গান। আশা করছি, দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে। ভালো গানের সঙ্গেই আছি, ভালো গানই করতে চাই।রোববার (১৬ জুন) প্রযোজন প্রতিষ্ঠান সাউন্ডেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।