
প্রকাশ: ৭ জুন ২০১৯, ১৬:২৭

২০১৬ সাল থেকে প্রতি ঈদে নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবারের ঈদেও ব্যতিক্রম নয়। এই ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান। এ খবরটি সবার জানা। ড. মাহফুজুর রহমান বাংলাদেশে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের প্রবক্তা বলা হয়ে থাকে। তিনিই প্রথম এদেশে স্যাটেলাইটভিত্তিক টিভি চ্যানেল এটিএন বাংলা চালু করেন। তাই মিডিয়াঙ্গনে ড. মাহফুজুর রহমান সর্বজন শ্রদ্ধেয়। তবে বিভিন্ন সময় নানা রকম মন্তব্যের জন্য সমালোচনা ও বিতর্কেরও জন্ম দিয়েছেন তিনি। পাশাপাশি ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হৈ চৈ ফেলে দেন সারাদেশে। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব