
প্রকাশ: ২ জুন ২০১৯, ২৩:৫৫

বিশাল আয়োজনে মহরতে যাত্রা শুরু করে ‘নোলক’ সিনেমাটি। এতে ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে হৈ চৈ ফেলে দেন চিত্রনায়ক শাকিব খান। এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা পারিশ্রমিক এটি। ছবিতে শাকিবের বিপরীতে জুটি বাঁধেন ‘বিজলী’গার্ল খ্যাত ববি হক। এই জুটিকে নিয়ে তৈরি ছবিটি নানা চড়াই-উৎরাই পেরিয়ে, ঘটনা-অঘটনার জন্ম দিয়ে এখন মুক্তির অপেক্ষায়। আসছে রোজা ঈদে ছবিটি মুক্তি পাবে প্রায় ৮০টির মতো হলে। মুক্তির আগে আগে জোর প্রচারণায় নেমেছে ‘নোলক’ ছবির টিম। তার অংশ হিসেবে প্রকাশ হয়েছে টিজার ও গান। সেগুলো আলোচিত হয়েছে, ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারে এলো ছবিটির ট্রেলার। আজ রোববার, ২ জুন দুপুরে প্রকাশ হওয়া ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার মুগ্ধতা ছড়িয়েছে। সেখানে ফেরারি ফরহাদের মৌলিক গল্পের জমাট চিত্রনাট্যে দুই বাংলার জনপ্রিয় তারকাদের উপস্থিতি ছবিটি নিয়ে কৌতুহল জাগিয়েছে।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব