ঈদে ছোটপর্দায় অরিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে মে ২০১৯ ১১:৩৮ পূর্বাহ্ন
ঈদে ছোটপর্দায় অরিন

২০১৬ সালে কাজী হায়াত পরিচালিত ‘ছিন্নমূল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় এ প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা অরিনের। এরপর আরো বেশ কিছু ছবিতে ঢাকায় অভিনয় করেন চলচ্চিত্রের তরুণ প্রজন্মের আলোচিত এই  নায়িকা। তবে বর্তমানে কলকাতায় নতুন বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন এই চিত্রনায়িকা। নেহাল দত্তের ‘অপরাজেয়’ ছবির মাধ্যমে টলিউডের ছবিতে নাম লেখান তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার শায়ান। অরিন্দম বসু পরিচালিত 'আরক্ত' ছবিতে অরিনের বিপরীতে অভিনয় করেছেন  টোটা রায় চৌধুরী ও রোহিত রয়। সম্প্রতি শুটিং শেষ করেছেন,রঞ্জন মন্ডল পরিচালিত 'রংমহল'।

Image may contain: 1 person, sitting and indoor

বাংলাদেশে সম্প্রতি শুটিং শেষ করেছেন মোহাম্মদ আসলাম পরিচালিত 'বেগম জান' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত 'গার্মেন্টস শ্রমিক' ছবিটি এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অরিনের বিপরীতে অভিনয় করেছেন কাজী মারুফ। এছাড়াও সম্প্রতি আসছে রোজার ঈদ উপলক্ষে ছোটপর্দায় তরুণ নির্মাতা ফারুক হোসেনের পরিচালনায় 'আজগর চ্যাম্পিয়ন' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন অরিন।অরিনের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। অরিন জানান, ভিন্নধর্মী হাসির এবং শিক্ষামূলক গল্পনির্ভর একটি নাটক এটি।আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে। নির্মাতা সুত্রে জানা গেছে ঈদে বেসরকারি চ্যানেল বৈশাখী টিভিতে নাটকটি প্রচারিত হবে।

ইনিউজ ৭১/এম.আ