ঢালিউডের এ প্রজন্মের অভিনেত্রী মৌ খান। চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপনচিত্রেও। সেই ধারাবাহিকতায় আবারো নতুন বিজ্ঞাপনের মডেল হয়েছেন মৌ খান। সম্প্রতি শরীফ মেলামাইনের একটি পণ্যের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন মৌ খান।বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব।এরআগে মৌ খান দিশা থ্রি-পিস ও রিদিশা বিস্কিটের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন মৌ খান। এ প্রসঙ্গে মৌ খান বলেন, ‘আমি এখন সিনেমা ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী। তাই গড়পড়তা কাজের সঙ্গে যুক্ত হচ্ছি না।
এ বিজ্ঞাপনটির গল্প, নির্মাণশৈলী থেকে শুরু করে সব কিছুই ছিল মানসম্মত।আর বিজ্ঞাপনটা অবশ্যই আলাদা একটা মজা রয়েছে। এক মিনিটের মধ্যে ছোট গোছানো একটি গল্পে কাজ করা। তাই এটিতে কাজ করেছি। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে শুনেছি। আশা করছি, এতে নতুন একটি লুকে দর্শক আমাকে দেখতে পাবেন।’ প্রসঙ্গত, মোহাম্মদ আসলাম পরিচালিত ছবি 'প্রতিশোধের আগুন' এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মৌ খানে।সম্প্রতি মৌ খান অভিনীত নতুন চলচ্চিত্র 'বান্ধব' সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তি অপেক্ষায় রয়েছে ছবিটি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।