মডেলিং ও অভিনয় করার পাশাপাশি একটি বেসরকারি রেডিওতে উপস্থাপনাও করেন সাফা কবির। রেডিওতে অনুষ্ঠান করার সময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি। পয়লা বৈশাখে রেডিওতে সাফার বিশেষ অনুষ্ঠান চলার সময় একজন শ্রোতা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি পরকালে বিশ্বাস করেন?’ উত্তরে সাফা বলেন, ‘পরকালে আমি একদম বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না, ওটা আসলে কখনো বিশ্বাস করি না।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাফার এই কথা এখন ভাইরাল। সাফা সম্পর্কে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন।
কেন সেদিন শ্রোতার প্রশ্নে এ ধরনের উত্তর দিয়েছিলেন জানতে চাইলে সাফা এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথমত এই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখুন, এটা নিয়ে কথা বললে বিষয়টা আরো ঘোলা হবে। আমি সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি।’ এ দিকে, বিষয়টি নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাফা কবির লিখেছেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।’
সাফা আরো বলেন, ‘আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি। তবুও আমার কোনো কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।’ তবু যারা আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন, তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।