দুই স্ত্রী'র দ্বন্দ্বে আটকে আছে টেলি সামাদের জানাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৬ই এপ্রিল ২০১৯ ০৭:৩৩ অপরাহ্ন
দুই স্ত্রী'র দ্বন্দ্বে আটকে আছে টেলি সামাদের জানাজা

সবাইকে কাঁদিয়ে আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। আজ বাদ মাগরিব পশ্চিম রাজার বাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন আটকে আছে জানাজা।

টেলি সামাদের প্রথম পক্ষের স্ত্রীর বাসা পশ্চিম রাজার বাজারে বাদ মাগরিব হওয়ার কথা থাকলেও হুট করেই ঘোষণা দেয়া হয় বাদ এশায় হবে। আর এ নিয়েই টেলি সামাদের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও ছেলের সঙ্গে প্রথম পক্ষের মেয়ে বিন্দুর বাগবিতন্ডা শুরু হয়েছে।

টেলি সামাদের দ্বিতীয় পক্ষের একমাত্র ছেলে দিগন্ত অভিযোগ করে বলেন, আমাদের এতদিন অনেক কিছু থেকেই বঞ্চিত করা হয়েছে। এমন কি রাজাবাজারের বাড়িতে একটি ফ্লাটও দেয়া হয়নি। যাই হোক বাবা মারা গেছে আমি তার ছেলে আমারও তো অধিকার আছে৷ আমি তাদের সাথে আলাপ করে জানাজার সময় নির্ধারণ করেছি আপনারা বাদ মাগরিব রাজারবাজারে করেন আর আমি আমার বাসা মগবাজারের দিলু রোডে বাদ এশায় জানাজা করব। কিন্তু হুট করে তারা সময় পরিবর্তন করলো। তাহলে কি আমরা আমার বাবা জানাজা করতে পারবো না? এটা বললেই হবে নাকি!

ইনিউজ ৭১/টি.টি. রাকিব