
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ১৯:৪৪

প্রেমটা বহুদিনের চর্চিত। গোপন আর গোপন নেই কারও কাছে। তারপরেও দুজনের রয়েছে বেশ লুকুচুরি। তবে শেষপর্যন্ত সম্পর্কটি পরিণতি দিতে গড়াচ্ছে বলেই গুঞ্জন উঠেছে। বলছি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা প্রেমের কথা। দুই তারকার বিয়ের জল্পনা বহুদিন ধরেই চলছে। অবেশেষে ঠিক হয়ে গেছে বিয়ের তারিখ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৯ এপ্রিল খ্রীষ্টিয় রীতিতেই তারা বিয়েটা সারবেন। যদিও চার্চে গিয়ে বিয়ের কথা এক সাক্ষাৎকারে অস্বীকার করেন মালাইকা। তার কথায়, এটা পুরোটাই সংবাদমাধ্যমের প্রচার।

ইনিউজ ৭১/এম.আর