মহরত হয়ে গেল ‘কুরিয়ার’ ছবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৭শে মার্চ ২০১৯ ১১:২৭ পূর্বাহ্ন
মহরত হয়ে গেল ‘কুরিয়ার’ ছবির

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জমজমাট এক অনুষ্ঠানের মধ্যদিয়ে হয়ে গেল আরিফ হোসেনের প্রযোজনায় ও তরুণ নির্মাতা সিকদার সাফিন পরিচালিত 'কুরিয়ার' সিনেমার মহরত। ছবিটি প্রসঙ্গে নির্মাতা সিকদার সাফিন বলেন, ‘ভিন্ন ঘরানার একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি আমার। অতীতে যেসব সিনেমা নির্মাণ হয়েছে আমাদের দেশে তার থেকে আলাদা একটা স্বাদ পাবেন দর্শক এই ছবিটির মধ্যে।

এ মহরত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সিনেমাটির সকল শিল্পী, কলাকৌশলি।ছাড়াও এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক,মুশফিকুর রহমান গুলজার( সভাপতি,বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির)।রাশেদ খান(চলচ্চিত্র প্রযোজক)। আলহাজ্ব শাহ্ আলম,মেহেদী হাসান(নির্মাতা) শাহিদ,আবু তাহের শাহ্,ফারুক, দেলোয়ার মাসুদ, রিয়াজুল ইসলাম, হাসান শেখ, জিয়ারুল হক প্রমুখ। 'কুরিয়ার' সিনেমাটিতে অভিনয় করবেন,চিত্রনায়ক রাশেদ প্রহর,তৌফিক আহমেদ, সারা জেরিন,আরবি আক্তার শেখা,দেলোয়ার প্রিন্স, রোমিও রানা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,শরীফুল ইসলাম।

ইনিউজ ৭১/এম.আর