
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জমজমাট এক অনুষ্ঠানের মধ্যদিয়ে হয়ে গেল আরিফ হোসেনের প্রযোজনায় ও তরুণ নির্মাতা সিকদার সাফিন পরিচালিত 'কুরিয়ার' সিনেমার মহরত। ছবিটি প্রসঙ্গে নির্মাতা সিকদার সাফিন বলেন, ‘ভিন্ন ঘরানার একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি আমার। অতীতে যেসব সিনেমা নির্মাণ হয়েছে আমাদের দেশে তার থেকে আলাদা একটা স্বাদ পাবেন দর্শক এই ছবিটির মধ্যে।

ইনিউজ ৭১/এম.আর