
সুর্বণা মোস্তফা একজন অভিনেত্রী-প্রযোজক এবং সংসদ সদস্য। প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরিদিকে ছেড়ে বয়সে ছোট নির্মাতা বদরুল আনাম সৌদকে ২০০৮ সালের ৭ জুলাই গোপনে বিয়ে করেছিলেন তিনি। এই বিয়েটা সহজ ভাবে নেয়নি হুমায়ূন ফরিদির ভক্তসহ কিছু মহল। সুবর্ণাকে অন্য চোখে দেখতে থাকে সবাই। আলোচনা আর সমালোচনার পাত্রী হয়ে উঠেন এই গুনীয় অভিনেত্রী। ভালোই চলছিল সুর্বণার সংসার। হঠাৎ করেই এই সংসারে ভাঙনের সুর উঠে। আশপাশে কানাকানি আর ফিসফিসানি শুরু হয়।
ইনিউজ ৭১/এম.আর
