ঘর ভাঙছে সুবর্ণা-সৌদের!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৬শে মার্চ ২০১৯ ১১:১২ পূর্বাহ্ন
ঘর ভাঙছে সুবর্ণা-সৌদের!

সুর্বণা মোস্তফা একজন অভিনেত্রী-প্রযোজক এবং সংসদ সদস্য। প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরিদিকে ছেড়ে বয়সে ছোট নির্মাতা বদরুল আনাম সৌদকে ২০০৮ সালের ৭ জুলাই গোপনে বিয়ে করেছিলেন তিনি। এই বিয়েটা সহজ ভাবে নেয়নি হুমায়ূন ফরিদির ভক্তসহ কিছু মহল। সুবর্ণাকে অন্য চোখে দেখতে থাকে সবাই। আলোচনা আর সমালোচনার পাত্রী হয়ে উঠেন এই গুনীয় অভিনেত্রী। ভালোই চলছিল সুর্বণার সংসার। হঠাৎ করেই এই সংসারে ভাঙনের সুর উঠে। আশপাশে কানাকানি আর ফিসফিসানি শুরু হয়।

একটি মহল বলছে, সৌদের সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছে না সুবর্ণার। সম্পর্কের অবস্থা এখন খুবই খারাপের দিকে। কিন্তু ঘরের খবর এখনও পাওয়া যায়নি। এদিকে সৌদের সঙ্গে সুবর্ণার বিরোধের মূল কারণ হিসেবে জানা গেছে, নতুন প্রেম। আর সেটা সৌদের। সৌদ নাকি এক তরুণী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। বিষয়টি মেনে নিতে পারছেন না সুবর্ণা। এ বিষয়ে সুবর্ণা এবং সৌদের সাথে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

ইনিউজ ৭১/এম.আর