বলিউডে গুঞ্জন উঠেছে এপ্রিলেই মালাইকা অরোরাকে বিয়ে করছেন অর্জুন কাপুর! গত বছর আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা। এই বিবাহ বিচ্ছেদের কারণ অর্জুন কাপুর। অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন মালাইকা। আর এ কারণেই আরবাজের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন তিনি। যদিও এখনও অর্জুন-মালাইকা এ বিষয়ে সরাসরি কোন কথা বলেননি। কিন্তু এই সম্পর্ক কতদিন ধামাচাপা দিয়ে রাখতে চান দু’জনে? কফি উইথ করণ অনুষ্ঠানে করণ জোহর অর্জুনের কাছে জানতে চেয়েছিলেন তিনি সিঙ্গল কিনা? জবাবে অর্জুন জানান, তিনি সিঙ্গেল নন। আর এতেই গুঞ্জন আরও ছড়িয়ে যেতে থাকে। এখন একটাই প্রশ্ন সবার কাছে- কবে চার হাত এক হচ্ছে?
ভারতীয় অনেক পত্রিকা প্রকাশ করেছে- খুব শিগগিরি তাদের শুভ কাজটি সম্পন্ন হবে। সম্ভবত এপ্রিলে এ কাজটি সেরে ফেলতে চান অর্জুন। সূত্র জানিয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ক্রিশ্চান মতে মালাইকাকে বিয়ে করবেন এই বলি তারকা।প্রসঙ্গত, মালাইকার মা হলেন মালায়ালি ক্যাথলিক। তাই ক্রিশ্চান মতে বিয়ের সিদ্ধান্ত। মালাইকার বোন অমৃতাও শাকিল লাদাককে ক্রিশ্চান মতেই বিয়ে করেছেন। শোনা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং নয় বরং দক্ষিণের কোনও চার্চে বিয়ে হবে মালাইকা ও অর্জুনের। অবশ্য ভেনু এখনও চূড়ান্ত হয়নি। বলিউডে এখন ডেস্টিনেশন ওয়েডিং এর ধারা শুরু হয়েছে। ফলে এই হট কাপলের ক্ষেত্রে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।