বরিশালে যুবদল নেতা সুরুজ গাজী হত্যায় প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ৯ই মার্চ ২০২৫ ০৪:০২ অপরাহ্ন
বরিশালে যুবদল নেতা সুরুজ গাজী হত্যায় প্রধান আসামি গ্রেফতার

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার আসামিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকালে কাউনিয়া হাউজিং এলাকায় বড় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুরুজ গাজীর স্ত্রী সুমি আক্তার, ভাই শাহীন গাজী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।


সুমি আক্তার অভিযোগ করেন, তার স্বামী সুরুজ গাজী হত্যার শিকার হলেও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। তিনি আরও জানান, নিহত সুরুজ গাজী ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী এবং তিন বছরের একটি সন্তান রয়েছে তাদের। সন্তান ও তার ভরণপোষণের জন্য তিনি বিএনপির নেতা তারেক রহমানের কাছে সাহায্যের আবেদন করেন।


এ সময় সুরুজ গাজীর ভাই শাহীন গাজী অভিযোগ করেন, পুলিশ আসামি গ্রেফতারে কোনো ভূমিকা রাখছে না। তিনি বলেন, পুলিশ শুধু তখনই অভিযান চালায় যখন কেউ আসামির অবস্থান জানায়। তিনি দ্রুত আসামিদের গ্রেফতার করার দাবি জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, সুরুজ গাজীর হত্যা মামলার প্রধান আসামি শাবানা, তার স্বামী শাহীন এবং তাদের তিন সন্তানকে দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলন করা হবে।


এদিকে, বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলন করে র‍্যাব-৮ জানায়, সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহীন সরদারকে ঢাকার মাদারটেক কাচা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে তারা। র‍্যাব আরও জানায়, বাকিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।