চাচির সাথে পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা !

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই মার্চ ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ন
চাচির সাথে পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা !

গাজীপুরের কালিয়াকৈরে চাচির সঙ্গে পরকীয়ার জেরে শিপন হোসেন (২৬) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।


গত শনিবার (১ মার্চ) উপজেলার সূত্রাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। যা জানাজানি হয় গতকাল বুধবার (৫ মার্চ) বিকালে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন হোসেন (২৬) উপজেলার নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি পাশের বাড়ির এক চাচি সুমি খাতুনের (ছদ্মনাম) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। ওইদিন মোবাইল ফোনে কথাকাটাকাটির একপর্যায়ে শিপন মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার পথ বেছে নেন।


ঘটনার পর পরিবার ও স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়।


এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জুবায়ের আহমেদ জানান, শিপনের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।