কুড়িগ্রাম জেলার উলিপুরে সাবেক সেনা সদস্য ও চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ এমদাদুল হকের দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার নুতন অনন্ত পুর এলাকার আব্দুল মজিদের ২য় পুত্র মোঃ এমদাদুল হক সেনাবাহিনী থেকে অবসরের পর হাতিয়া ইউনিয়ন বিএনপির সাথে যুক্ত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরে জনগণের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন।
তিনি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কিছুদিন পূর্বে তাঁকে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা সিএমএইচ এ নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ বিকেল ৪ টা ১৫ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। ঢাকা থেকে লাশ নুতন অনন্ত পুরে আনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ যুহর নামাজ শেষে নুতন অনন্ত পুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপজেলা বিএনপির নেতা মোঃ হায়দার আলী মিঞা, ওবায়দুর রহমান বুলবুল, এরশাদুল হাবিব নয়ন, গণ্য মান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃদ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অসংখ্য গুণগ্রাহী অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।