ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বহনের কাজে ব্যবহৃত বস্তার গায়ে বিগত স্বৈরশাসক আওয়ামী সরকারের স্লোগান লেখা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকে জেলার রুহিয়া এলাকার টিসিবি পণ্য বিতরণ কেন্দ্রগুলোতে এই বস্তাগুলো দেখতে পাওয়া যায়। "খুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" স্লোগান সম্বলিত এসব বস্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, বিশেষত যখন বর্তমানে সরকারীভাবে এমন স্লোগান ব্যবহার নিষিদ্ধ রয়েছে।
এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং অভিযোগ উঠেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান এবং তার অধীনস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে, যদিও দেশের অন্যান্য জেলার ডিলার পয়েন্টগুলোতে পণ্যের বস্তা পরিবর্তন করা হয়েছে, ঠাকুরগাঁওয়ে তা হয়নি। স্থানীয় ডিলাররা জানিয়েছেন, তাদের কাছে যেসব বস্তা সরবরাহ করা হয়েছে, তারা সেগুলোই ব্যবহার করছেন। তবে কিছু পয়েন্টে স্লোগানটি কালো কালি দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করা হলেও, অধিকাংশ বস্তায় স্লোগান পরিবর্তন হয়নি।
ঠাকুরগাঁও জেলার সুশিল সমাজের প্রতিনিধিরা বলেছেন, স্বৈরশাসক সরকারের পতনের পরও কিছু কর্মকর্তা এখনও সেই সরকারের প্রভাব ও আদর্শে কাজ করে যাচ্ছেন। তাদের দাবি, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাদের মতে, যেভাবে অন্য জেলায় বস্তার পরিবর্তন হয়েছে, ঠিক সেভাবেই ঠাকুরগাঁওয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তারা প্রশ্ন তুলেছেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এখনো কেন দায়িত্বে রয়েছেন, বিশেষত যখন তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মাহমুদুল হাসান মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, "আমি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করবো না, আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিষেধ রয়েছে কথা বলার।"
টিসিবির পণ্য পরিবহনকারী ডিলাররা জানিয়েছেন, তাদের কোনো নির্দেশনা কিংবা পণ্যের বস্তা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। এ কারণে তারা সেগুলো ব্যবহার করে আসছেন।
এদিকে, এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীসহ সুশিল সমাজের সদস্যরা ক্ষুব্ধ হয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময় থাকতে এই পরিস্থিতির সমাধান করা না হলে আগামী দিনে আরো বড় ধরনের প্রতিবাদ হতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।