লাউয়াছড়া উদ্যানে অগ্নিকাণ্ড, এক একর বন ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন
লাউয়াছড়া উদ্যানে অগ্নিকাণ্ড, এক একর বন ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আগুনে প্রায় এক একর জায়গার বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন বন বিভাগের কর্মকর্তারা।


স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের আওতাধীন হীড বাংলাদেশ এলাকার একটি টিলায় বেলা ১টার দিকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকায় পাহাড়ি বনে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বেলা ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা, স্থানীয় এলাকাবাসী ও বনকর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।


বন বিভাগের কর্মীরা বলছেন, বনে কীভাবে আগুন লেগেছে, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না। দুপুরে হঠাৎ তারা আগুন দেখেন। স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী হয়তো মারা যাবে। বারবার অগ্নিকাণ্ডের ফলে প্রাণীদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। এছাড়া গাছ-গাছালি, লতাপাতা তো পুড়ছেই।


কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”


লাউয়াছড়া বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনের প্রায় এক একর জায়গা পুড়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।”


বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, লাউয়াছড়ার জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর, ছয় প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় বলে জানিয়েছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।


এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে আগুনে বনের প্রায় তিন একর জায়গা পুড়ে যায়। এছাড়া ২০২৩ সালের মার্চ মাসে পুনরায় অগ্নিকাণ্ডে এক একর জায়গা পুড়ে।