লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার চাকরি জীবনের শেষ দিনে অভিনব এক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় থেকে বিদায় নিলেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা এবং সম্মাননা প্রদান শেষে প্রধান শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সহকর্মীরা এবং স্থানীয় এলাকাবাসী। প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বারাজান এসএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিদায়কে স্মরণীয় করে তুলতে শিক্ষার্থীরা, সহকর্মীরা ও এলাকাবাসী এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করেন।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল সাজানো, এবং আলোচনাসভা শেষে প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে, ফুল ছিটিয়ে এবং তালি দিয়ে বিদায় জানানো হয়। এরপর সজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে শিক্ষার্থীদের ও এলাকাবাসীর সঙ্গেই প্রধান শিক্ষককে তার বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময়ে পথচারী এবং স্থানীয়রা অমুলক তাকিয়ে ছিলেন, বুঝতে পারছিলেন যে বিদ্যালয়ের প্রিয় শিক্ষকের চাকরি জীবনের সমাপ্তি ঘটেছে।
বিদায় বক্তৃতায় প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে যাচ্ছি। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।" এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন, কারণ এত সুন্দর বিদায় আয়োজন তাকে মুগ্ধ করেছিল।
এ বিষয়ে সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, "বিদায় বড় কষ্টের, কিন্তু এটি একদিন আমাদের সবার জন্য আসবে।" তিনি আরও জানান, "এমনই একটি অসাধারণ আয়োজন করে বিদায় জানানো হয়েছে প্রধান শিক্ষককে, যাতে তাঁর স্মৃতি শিক্ষার্থীদের মনে চিরকাল তাজা থাকে।"
উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, "যখন একজন শিক্ষক তাঁর চাকরিজীবন শেষ করে, তখন তার জন্য বিদায় অত্যন্ত কষ্টের। তবে শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য এমন আয়োজন করা হয়েছে।" তিনি আরও বলেন, "এটি জেলার প্রথম এমন উৎসবের বিদায়, এবং শিক্ষক সমাজের প্রতিটি বিদায় এমনই হতে উচিত।"
এ বিষয়ে আলোচনা সভায় বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান, এনটিভির সিনিয়র রিপোর্টার একেএম মঈনুল হক, এবং চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।