বরিশালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর জিলা স্কুল মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা নগর ভবনের সামনে দিয়ে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির সব ধরনের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে আছে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের জন্য সকল আন্দোলনে ছাত্রশিবির নেতৃত্ব দিয়েছে।
রিয়াজুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তবে তাদের কঠোরভাবে দমন করা হবে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম বাংলাদেশের মাটিতে আর বরদাশত করা হবে না।” এছাড়া, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এ. টি. এম. আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয়।
এছাড়া, মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈমের সঞ্চালনায় র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম। অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সগীর বিন সাঈদ, সাবেক মহানগর সভাপতি কাজী সাইফুল ইসলাম, এবং বরিশাল মহানগর দপ্তর সম্পাদক ইকরামুর রহমান সহ মহানগর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালি ও সমাবেশে ছাত্রশিবিরের নেতারা তাদের ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের অধিকার ও মুক্তির আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।