জকিগঞ্জের গণিপুর ছাহেব বাড়িতে আল্লামা গণিপুরী রহ.’র ৫২তম ঈসালে সাওয়াব মাহফিল ও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার মাহফিলটি সম্পন্ন হয়। এতে ওয়াজ, দোয়া মাহফিল এবং ছাত্রদের মধ্যে পাগড়ি ও সনদ বিতরণ করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. নুরুল হক ছাহেবজাদায়ে গণিপুরী। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল কালাম আজাদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
বিশেষ অতিথি ছিলেন ইছামতী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার। এছাড়া স্থানীয় আলেম ও হাফেজগণ মাহফিলে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। ইসলামী শিক্ষার গুরুত্ব, আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার ভূমিকা ও মানবকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক শরীফ আহমদ চৌধুরী, সহকারী পরিচালক জামাওয়াত হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক হাফিজ শিহাব উদ্দিন, সহকারী শিক্ষক হাফিজ ফয়েজ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়াজ শেষে শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি ও সনদ বিতরণ করা হয়। ইসলামী জ্ঞানচর্চায় ছাত্রদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা উল্লেখ করেন।
আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়। মোনাজাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা সারাদিনের আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে দ্বীনি শিক্ষা গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন অনুষ্ঠান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।