গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্ট শ্রমিককে অপহরণ ও নির্যাতনের পর তার সহকর্মীকে দুই দিন ধরে আটক রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে গত বুধবার শ্রীপুর পৌরসভার ফখরুদ্দিন মোড়ের একটি বাড়িতে। পুলিশ তদন্তে নামার পর শনিবার তিন জনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে জানা গেছে, নির্যাতনের শিকার শ্রমিক নাজমুল হক এবং তার ধর্মবোন একই কারখানায় কাজ করতেন। নাজমুল বুধবার বিকালে তার সহকর্মীকে ফোন করে ফখরুদ্দিন মোড়ে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর তাকে অপহরণ করা হয় এবং একটি বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়। এরপর তাকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়, কিন্তু টাকা না পেলে তাকে পাশের রুমে আটক রেখে ধর্ষণ করা হয়। পরে আরও তিন ব্যক্তি এসে তাকে ধর্ষণ করেন। দুই দিন পরে, ১০ জানুয়ারির সকাল ৯টায় তাকে মুক্তি দেওয়া হয় এবং এক অটোরিকশার মাধ্যমে সে বাড়িতে ফিরে আসে।
নাজমুলের অভিযোগ, তার সঙ্গে থাকা সাড়ে ১৪ হাজার টাকা নিয়ে তারা তাকে মারধর করে আরও দুই লাখ টাকা দাবি করেছিল। পরে, বিকাশের মাধ্যমে আরও চার হাজার টাকা দেওয়া হয়।
ঘটনার পর, নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে এবং শ্রীপুর থানার পুলিশ অভিযানে নামে। তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে: আশরাফুল ইসলাম (২৯), সাগর (২৫), এবং মনিরুল ইসলাম নিরব (১৮)। তাদেরকে রবিবার গাজীপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং আরও আসামির খোঁজ চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।