ব্লকবাস্টার হিট বলি সিনেমা ‘বাহুবলী’ দেখেননি এমন কোনো সিনেপ্রেমীকে খুঁজে পাওয়া যাবে না হয়ত। সিনেমাটির মূখ্য চরিত্র তামিল তারকা প্রভাসকে এখন অনেকে ‘বাহুবলী’ নামেই চেনে। ছবিটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে। রাতারাতি তার ভক্ত বেড়েছে অসংখ্য। এবার এমনই এক ভক্তের দেখা মিলল প্রভাসের। সেই ভক্ত প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তোলার পর আলতো করে চড় বসিয়ে দেন প্রভাসের গালে। আর সে ঘটনা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে। সম্প্রতি বাহুবলীর পর পরবর্তী ছবি ‘সাহো’ এর শুটিংয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রভাস।
আর সেখানেই ভক্তের দ্বারা এমন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। মূলত প্রিয় অভিনেতাকে হঠাৎ বিমানবন্দরে পেয়ে উত্তেজনা বশত এ কাণ্ডটি করে বসেন। ভক্তের এমন কাণ্ডে প্রথমত প্রভাস অবাক হলেও পরে নিজেকে সামলে নেন ও অন্য ভক্তের সঙ্গে সেলফিতে মগ্ন হন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিকে নিয়ে মেতে থাকা নেট জনতা বলছেন, এটা চড় নয় ভক্তের ভালোবাসার বহি:প্রকাশ ছাড়া আর কিছুই নয়।
সেই ভিডিও দেখুন:
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।