মঠবাড়িয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে রবিশস্য বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: সোমবার ২৫শে নভেম্বর ২০২৪ ০৪:৪৩ অপরাহ্ন
মঠবাড়িয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে রবিশস্য বীজ বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রান্তিক কৃষক-কৃষাণীদের সহায়তা করার লক্ষ্যে রবিশস্যের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা-কালির কণ্ঠ শুভসংঘের উদ্যোগে সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা (অবঃ) হরষিত চন্দ্র কীর্তুনিয়া। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী বেপারি, সমাজসেবক সাইদুল ইসলাম মহারাজ, কৃষাণী ঝর্ণা রানী বেপারি, গণমাধ্যমকর্মী শিবাজী মজুমদার শিবু, গাজী মাসুদ, কালের কণ্ঠের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা দেবদাস মজুমদার সহ স্থানীয় কৃষক ও শুভসংঘের সদস্যরা।


প্রধান অতিথি হরষিত চন্দ্র কীর্তুনিয়া বলেন, "দেশের কৃষি উন্নয়ন ও কৃষকের স্বার্থে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করার জন্য কাজ করছে। শুভসংঘের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়, যা কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়ক হবে।"


এই উদ্যোগের মাধ্যমে ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কুমড়া, বরবটি, সীম, সরিষা ও ধনিয়া রবিশস্যের বীজ বিতরণ করা হয়। অংশগ্রহণকারী কৃষকরা তাদের এই সহায়তা পাওয়ার জন্য বসুন্ধরা-শুভসংঘকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কৃষি সম্প্রসারণে এমন সহায়তামূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। 


কৃষকরা জানান, এসব রবিশস্য বীজ তাদের উৎপাদন বাড়াতে সাহায্য করবে এবং তাদের আয়ের উৎস বৃদ্ধি হবে। তারা আশা করেন, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে তারা আরও উন্নত কৃষি প্রযুক্তি ও সহায়তা পেতে পারেন। 


এ উদ্যোগের মাধ্যমে মঠবাড়িয়ায় কৃষি সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন স্থানীয় কৃষকরা।