উর্ফি তাঁর জামাকাপড়ের জন্য সবসময় বিতর্কের মুখে পড়েন। তবে ছোটপর্দায় বেশ কয়েকটি ধারাবাহিকে বিশেষ চরিত্রে দেখা গেছে তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্ফি তাঁর কেরিয়ারের প্রথম শুটিংয়ের কথা মনে করে আফসোস করেছেন।
উর্ফি বলেন, স্কুল পাস করে কলেজে পা রেখেই তিনি কাজ খুঁজতে শুরু করেন। একের পর এক অডিশন দিতে থাকেন।
প্রথম অডিশন দিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন উর্ফি। তিনি গিয়েছিলেন মুখ্য চরিত্রের জন্য অডিশন দিতে, কিন্তু তাঁকে অফার করা হয় একটি পার্শ্ব চরিত্রের।
মাত্র একদিনের শুটে উর্ফিকে পরিচালক প্রথমেই বলেন, সিনে তাঁর সঙ্গে একটা ছেলে থাকবে, তার উপর উর্ফিকে শুয়ে পড়তে হবে।
ঐ শুটিংয়ে মাত্র ২৫০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন উর্ফি। সেইসব শুটিংয়ের কথা মনে করে উর্ফি বলেন 'টাকার জন্য কত খারাপ চরিত্রে কাজ করেছি। এখন ভাবলে আফসোস হয়।'
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।