প্রাক্তন মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ফ্যাশন দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। যদিও অভিনয়ে তিনি এখনও ততটা জনপ্রিয় হননি। আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আলোচনার টেবিলে থাকছেন নিয়মিত।
সম্প্রতি দুবাইয়ের আরব ফ্যাশন উইকে অংশ নিয়েও ফের একবার চমকে দিয়েছেন সবাইকে। এবার ফের আরও একটি চমকে যাওয়ার মতো ঘটনা ঘটালেন। বর্তমানে ইউক্রেনে চলছে যুদ্ধের প্রস্তুতি। এর মধ্যেই ইউক্রেন গিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। বিপজ্জনক এই সময়ে ইউক্রেনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
ইনস্টাগ্রামের পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফোনে কথাবার্তা বলা বন্ধ, কারণ মোবাইলে নেট নাই। নেই কোনো খবর জানার ব্যবস্থা। মাঝে মাঝে আসে নেট, তাও আবার চলে যায়। তাই প্রকৃতির মাঝে মিলে মিশে আছি। জানি না ঠিক কি হতে যাচ্ছে। সকলের জীবনই তো দামি। প্রকৃতির মাঝে থাকলেই তা শুধু বোঝা যায়। ’
এমন উত্তপ্ত পরিস্থিতিতে উর্বশীর ইউক্রেনে গেছেন তামিল ভাষার ‘দ্য লেজেন্ড’ সিনেমার শুটিং করতে। শুটিং থেকে দুদিনের বিরতি পেয়েছেন। আর সেই সুযোগে শহর ঘুরে দেখছেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।