বিয়ে করলেন অভিনেত্রী সারিকা

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার ৯ই ফেব্রুয়ারি ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন
বিয়ে করলেন অভিনেত্রী সারিকা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বিয়ে করেছেন। পাত্র আহমেদ রাহি, পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট।তথ্যটি নিশ্চিত করেছেন তিনি। গত ০২-০২-২০২২ তারিখে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।


বিয়ে প্রসঙ্গে সারিকা বলেন, ‘গত বছরের ডিসেম্বর মাসের ১২ তারিখে দুই পরিবারের সম্মতিতে আমরা বাগদান সম্পন্ন করেছি। আর এ বছরের ২ ফেব্রুয়ারি একটা চমৎকার তারিখ ছিল। তাই ঐদিনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব শিগগিরই কাজে ফিরব।’


প্রসঙ্গত, একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে ২০০৬ সাল থেকে সারিকা মিডিয়াতে পথ চলা শুরু করেন। বিজ্ঞাপনটিতে অভিনয়ের মাধ্যমেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।


মডেলিং এর পাশপাশি হুট করে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে যান। আশুতোষ সুজনের পরিচালনায় সেই নাটকটির নাম ছিল ‘ক্যামেলিয়া’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।