আজ লাইভে আসছেন হাটথ্রুব শাবনূর

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: শুক্রবার ২৪শে সেপ্টেম্বর ২০২১ ১০:০০ পূর্বাহ্ন
আজ লাইভে আসছেন হাটথ্রুব শাবনূর

এবার প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন শাবনূর। আর সেটি হবে তার ইউটিউব চ্যানেলে। আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিডনি থেকে এই লাইভে আসবেন তিনি। 


শাবনূর বলেন, অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার সেটাই করছি।


নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। দেশের বাইরে থাকলেও ভক্তদের  ভোলেননি। আরও কাছাকাছি থাকতে ইউটিউব চ্যানেল চালু করেছেন শাবনূর। গত ১৪ই সেপ্টেম্বর ‘শাবনূর’ নামে ইউটিউবে একটি চ্যানেল খোলেন তিনি।