আসছে কৃষ-৪

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৬শে জুন ২০২১ ১২:০৩ অপরাহ্ন
আসছে কৃষ-৪

বলিউডের অন্যতম সফল সুপারহিরোর সিনেমা ‘কৃষ’ মুক্তির দেড় দশক পার হয়েছে ২৩ জুন।


এবার ছবিটির চার নম্বর কিস্তির ঘোষণা করেছেন নায়ক ঋত্বিক রোশান। আগে থেকেই অবশ্য ‘কৃষ ৪’ নিয়ে জল্পনা চলছিল। ঋত্বিক এবং পরিচালক-প্রযোজক রাকেশ রোশান। তখন ছিল সেটি মুখের কথা। এবার প্রকাশ্যেই ঘোষণা দিলেন ঋত্বিক।


নায়ক নিজেই টুইটে করে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি।


ওই ভিডিওর ক্যাপশনে ঋত্বিক লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃশ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অব কৃষ’ এবং ‘কৃষ ৪’ যোগ করেছেন তিনি।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১