প্রকাশ: ২২ মার্চ ২০২১, ২২:৪৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ছোট পর্দার অভিনেতা শামীম আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। গত শুক্রবার থেকে তাকে পাওয়া যাচ্ছে না৷ শুটিংয়ের জন্য গাজীপুর গিয়ে আর বাড়ি ফিরেননি তিনি৷ তার সন্ধান না পেয়ে আতঙ্কে আছে তার পরিবার।
শামীম আহমেদের স্ত্রী আশামনি জানান, তিনি থানাতেও খোঁজ নিয়েছেন। সেখানেও স্বামীর সন্ধান পাননি তিনি।
আশামনি বলেন, ‘গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশ্যে শামীম হাসিমুখে বাসা থেকে বেরিয়ে যান। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেন বলে আমাদের জানিয়েছেন। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে যান বলে জানান। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নাম্বার থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছেক। সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছে। তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দেন আমাকে। এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গেছেন আর কিছু জানেন না।’
আশামনি আরও বলেন, ‘আত্মীয়-স্বজন এবং ওনার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি ওনি। কাদের সঙ্গে শুটিং করেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনো ক্ষতি করলো কিনা সে চিন্তা মাথায় কাজ করছে।’
আশামনি জানান, স্বামীর সন্ধান পেতে তিনি রাজধানীর একটি থানায় গিয়েছিলেন। কিন্তু যেহেতু ঘটনার স্থান নিশ্চিত হওয়া যায়নি, তাই থানা জিডি নেয়নি।
১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে নাম লেখান শামীম আহমেদ। এরপর থেকে তিনি কমেডি অভিনেতা হিসেবে জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন।
স্ত্রী সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার একটি ছেলে ও দুইটি মেয়ে রয়েছে।